সেনা সদস্যকে অপহরণের অভিযোগে বরিশালে দায়েরকৃত মামলায় বিএনপির সদস্যসচিবসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সেনা সদস্যকে অপহরণের অভিযোগে বরিশালে দায়েরকৃত মামলায় বিএনপির সদস্যসচিবসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (২৫ মার্চ)
দুপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মীর বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলাটি করেন অপহরণ হওয়া সেনা সদস্যের চাচা আ. মতিন কাজী।
অপহরণ হওয়া সেনা সদস্যের নাম মো. জাফর। তিনি চাঁদপুর জেলার মতলব উত্তর থানার মহনপুর গ্রামের মওকত আলীর ছেলে। জানা যায়, গতকাল সোমবার (২৪ মার্চ) দুপুরে চাচা আ. মতিন কাজীর সঙ্গে বরিশালের জেলা প্রশাসকের কার্যালয়ে ওই সেনা সদস্য বালুমহল ইজারার টেন্ডার জমা দিতে গেলে তাকে অপহরণ করেন বিএনপি নেতাকর্মীরা।
পরে সেনাবাহিনী তাকে রাতে নগরীর লঞ্চঘাট এলাকার রিচমার্ট আবাসিক হোটেল থেকে উদ্ধার করে।